রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি >>> চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি বিশেষ অভিযানে মাসুক আমিন ওরপে মাসুক (৩৪)নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।রোববার (১০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড মুরাদনগর তার নিজ বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে ধরা হয়। এসময় তার কাছে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় বলে জানায় পুলিশ।মাদক কারবারি মাসুক মুরাদনগর পূর্ব পাড়া এলাকার নুরুল আমিনের ছেলে। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানায় ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে সোমবার (১১ আগস্ট) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।গ্রেফতার মাসুক একজন চিহ্নিত মাদক সম্রাট ও পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বেও দুটি মাদকের মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
মন্তব্য