প্রেস বিজ্ঞপ্তি।। ভারতীয় উপমহাদেশের খ্যাতিমান ব্যক্তিত্ব ‘দি মোহামেডান অবজারভার’ ইংরেজি পত্রিকার প্রথম মুসলিম সম্পাদক শাহ মোহাম্মদ বদিউল আলম শাহ (রঃ) কর্তৃক রচিত ১৯১৪ সালে প্রকাশিত বিখ্যাত বই WHAT IS MAN এর ৩য় সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়েছে। শাহ মোহাম্মদ বদিউল আলমের ৯৭তম ওরশ শরীফ উপলক্ষে বাঁশখালীর কালীপুর ইজ্জতনগরের সাহেব বাড়িতে তাঁর মাজার শরীফ সংলগ্ন খানাকা শরীফে অনুষ্ঠিত অনুষ্ঠানে বইয়ের প্রকাশক শফিকুল আলম নিজামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন সাবেক সাংসদ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। এই সময় উপস্থিত ছিলেন কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, আবদুস ছবুর, শাহ আলম মৌলুদ, মকসুদুল আলম, মুরাদুল আলম সুমন, মনসুরুল আলম, শহিদুল আলম আদর, ফারুক আহমেদ, তরিকুল আলম, তৌহিদুল আলম, নাফিজ মিনহাজ, মোরশেদুল হক, নাজমুল হক শামীম, তাওসিফুল আলম, ফয়জুল হক রকিব, মাওলানা মনসুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
WHAT IS MAN বইটি দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ১৯৬১ সালে, দীর্ঘদিন যাবৎ ঐতিহাসিক বইটি দুষ্প্রাপ্য হওয়ায় সম্প্রতি বইটি ৩য় সংস্করণ মুদ্রিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন শাহ মোহাম্মদ বদিউল আলম ছিলেন উচ্চ শিক্ষায় শিক্ষিত স্বাধীনচেতা আলোকিত ব্যক্তিত্ব। ১৮৮৩ সালে তিনি নোয়াখালী খাস মহালে ডেপুটি কালেক্টর হিসেবে কর্মজীবন শুরু করেন কিন্তু ব্রিটিশ শাসনের অবিচার ও অন্যায়ের প্রতিবাদে ১৮৯২ সালে সরকারি চাকরি থেকে ইস্তফা দেন। এরপর তিনি কলকাতায় বসবাস শুরু করে সাংবাদিকতায় আত্মনিয়োগ করেন। সেখানে তিনি “The Mohammedan Observer” পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন উপমহাদেশের ইংরেজি পত্রিকার প্রথম সম্পাদক। এছাড়াও তিনি বহু গ্রন্থ রচনা করেন। তাঁর What Is Man বইটি অত্যন্ত উচ্চ স্তরের গবেষণা ধর্মী বই।
মন্তব্য