- ইমরান আহমদ :
চট্টগ্রাম বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন চাঁদপুরের ০৫ নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে ভাঙা পড়ে থাকা একটি গুরুত্বপূর্ণ সড়ক মেরামতের উদ্যোগ নিয়েছেন এলাকার একদল সমাজপ্রেমী তরুণ। পশ্চিম নাটমুড়া যুব কল্যাণ সংস্হার উদ্যোগে উক্ত সংস্থার অন্যতম উদ্যোক্তা চাঁদপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির অর্থ সম্পাদক জনাব আহসান উল্লাহ এর নেতৃত্বে এবং ০৫ নং ওয়ার্ডের একমাত্র আইকন, বারবার নির্বাচিত মেম্বার মনির উদ্দিন ময়ূরের অনুপ্রেরণায় রাতভর কাজ করে সড়কটি চলাচলের উপযোগী করে তোলেন তারা। জানা গেছে, সোমবার গভীর রাতে, রাত ৩টা পর্যন্ত একটানা শ্রম দিয়ে তারা সংস্কারকাজ চালিয়ে যান। এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে রাতভর থেকে অনুপ্রেরণা যুগিয়েছেন ০৫নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার মনির উদ্দিন ময়ূর নিজেই। রাস্তাটি মেরামতের কাজে পাশাপাশি যারা ছিলেন উদীয়মান সমাজকর্মী রিপন, শাহাবুদ্দিন, মারুফ, হাফেজ এমরান উল্লাহ, শাহেদ,মিজান,তৌহিদুল ইসলাম,শফিকুল ইসলাম আবির,মোঃফরহাদ সহ আরো অনেকে।নিজের শ্রম ও সময় ব্যয় করে এরা সবাই মিলে সমাজের সাধারণ মানুষের কষ্ট লাঘবে এগিয়ে এসেছেন। এই ঐক্যবদ্ধ প্রয়াসে এলাকার মানুষের মাঝে যেমন স্বস্তি ফিরেছে, তেমনি তরুণ সমাজের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসাও বেড়েছে অনেকগুণ। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি খারাপ অবস্থায় পড়ে ছিল। বর্ষা মৌসুমে চলাচল ছিল অত্যন্ত কষ্টসাধ্য। তরুণদের এই স্বেচ্ছাশ্রম ও মনির উদ্দিন ময়ূরের উপস্থিতি তরুনদের কাজের একাগ্রতা কে আরো বেশি শক্তিশালী করেছে। এলাকাবাসীর পক্ষ থেকে এমন মহৎ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়। তরুণদের এমন সামাজিক ও একতার বন্ধন সমাজকে আরো বেশি একধাপ এগিয়ে রাখে।
মন্তব্য