সাদেকুল ইসলাম
কিশোরগঞ্জ, নীলফামারী।
এসো, এসো তবে, এসো হে বৈশাখ
আরেকবার লই তোমায় বন্দিয়া।
নতুনত্বে সাজিয়ে দাও এই ধরণী,
পুষ্প কুঞ্জ ভরিয়ে দাও সদ্য ফুটিত কমলে।
প্রতিটি আত্মায় পরিতৃপ্তির আহ্বান নিয়ে আরেকবার এসো ফিরে।
দেশ ও দশের যত জরা, যত যাতনা
দূর করে দাও,এনে দাও সুখ ও সমৃদ্ধির আভাস।
প্রতিটি প্রাণ থাকে যেন সজীব।
শুভ করে দাও মোদের প্রতিটি পদচারণা,
ঘুচিয়ে দাও মোদের দুঃখ ও ক্লেশ।
অশুভকে চিরবিতারিত করে বসুন্ধরাকে সাজাও আরেক বার।
মন্তব্য