মোঃ সিজার হোসেন জেলা ভ্রাম্যমান প্রতিনিধি রাজশাহী >>> মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষন ও দেশব্যাপী নারীদের ওপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে দেশব্যাপী মানববন্ধন করার কর্মসূচির ঘোষণা করেছিলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার (৯ মার্চ) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়ছিলো।এরই ধারাবাহিকতায় আজ সোমবার ১০ মার্চ বেলা ১১ টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নন্দনগাছি বাজার প্রদক্ষিণ শেষে নন্দনগাছি ডিগ্রী কলেজের সামনে এসে শেষ হয়। এ সময় তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন নন্দনগাছি বাজার এলাকা।ছাত্রদলের নেতারা বলেন, তুমি কে আমি কে আছিয়া আছিয়া, সারা বাংলায় খবর দে ধর্ষকদের কবর দে, আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই। একটা একটা ধর্ষক ধর- ধরে ধরে জবাই কর, দিয়েছি তো রক্ত আরো দিবো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। গড়ো গড়ো দেশ গড়ো, ছাত্রদলের একশন ডাইরেক্ট একশন, ধর্ষকের বিরুদ্ধে ডায়রেক্ট একশন। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা ছত্রদলের সদস্য মোঃ শিমুল সরকার, হামজা কবির, মোঃ শিমুল পারভেজ, সুজন আলী, মোঃ মহোন, জ্বিম, সাহিদ, নাঈম, রাব্বি সহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং প্রায় অর্ধশত শিক্ষার্থী।
মন্তব্য