কলমেঃদিলরুবা
ফুল ফুঁটেছে,ফুল ফুঁটেছে
পাখি ডাকে গাছে,
হীম শীতল বায়ূ যেন
বইছে জোরে পিছে!
শিশির ভেজা দূবরা ঘাসে
প্রজাপতি হাসে,
লালটুকটুক ফুলটি আমায়
ভালোবাসে ত্রাসে।
সূর্য্যি মামা উঁকি দিয়ে
কড়া নাড়ে কেশে,
সুপ্রভাতের আলোর রশ্মি
চোখে পরে টেঁশে!
ফুলকে সবাই ভালোবাসে
হেলেদুলে চাষে,
কাঁটার আঘাত সইয়ে সইয়ে
ফুল তুলিতে আসে!
গোলাপ দেখো সবার প্রিয়
ভালোবাসার প্রতীক!
তবু কেনো হয়না পূঁজা
বলুনা গো পথিক?
মন্তব্য