এরআগে বুধবার সকালে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালতে নদভীকে হাজির করে পুলিশ।
পুলিশের দাবি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লোহাগড়ায় ছাত্র জনতার মিছিলে সরাসরি নদভীর নেতৃত্বে সন্ত্রাসীরা দফায় দফায় শসস্ত্র হামলা চালিয়েছিলো। এই ঘটনায় বেশ কয়েকজন ছাত্র জনতা আহত হন। এছাড়া গত বছর সাতকানিয়া এলাকায় বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে নদভীর নির্দেশে হামলা চালায় আওয়ামী লীগের ক্যাডাররা।
সাতকানিয়া ও লোহাগাড়া থানায় দায়ের হওয়া এই মামলা দুটিতে গ্রেপ্তার দেখানো হয় ওই আসনের সাবেক এমপি আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভীকে।
বুধবার আদালতে তুলে আলাদা দুটি মামলায় ৭ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই মামলায় দুই দিন করে মোট চারদিনের রিমাণ্ড মঞ্জুর করে।
সূত্র আমার দেশ।
মন্তব্য