কলমে:-নাজিম উদ্দিন।
রং মেখে ঢং করে
রাস্তায় যারা চলে,
কেহ কেহ ওদেরকে
গনিকা বলে।
একা একা চলে তারা
খদ্দের খোঁজে,
কে ভালো কে মন্দ
দেখে তারা বোঝে।
বাবা-মা তো মারা গেছে
স্বামী পরিত্যক্তা,
তাই তারা বেছে নিল
সরকারি রাস্তা।
ওদের তো দোষ নেই
পরিস্থিতির শিকার,
ওদেরও ইচ্ছে হয়
ভালো থাকার।
মন্তব্য