মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
মহানগর, রংপুর
মা আমার সুখ দুঃখের সাথী
মা আমার ভালোবাসার বাতি
মা আমার আশার আলো
মা আমার হৃদয়ে নয়ন মণি।
মা আমার মায়াবী হাসি
মা আমার বট বৃক্ষের ছায়া
মা আমার শত আবদার
মা আমার ভালোর খুনসুটি।
মা আমার হাজার বায়না
মা আমার জোছনা তারা
মা আমার মানিক মুক্তা
মা আমার জীবনের আয়না।
মা আমার শখের গয়না
মা আমার স্বপ্ন সাধনা
মায়ের দোয়া আমার শক্তি
মা আমার সফলতার চাবি।
মা আমার জগতের আলো
মায়ের পায়ের নিচে জান্নাত
মা ছাড়া আমার দুনিয়া অন্ধকার
মা আমার ভালোবাসার প্রতিচ্ছবি।
মন্তব্য