১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> চট্টগ্রাম
  • যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা আনতে ভ্রাম্যমান আদালত পরিচালিত
  • যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা আনতে ভ্রাম্যমান আদালত পরিচালিত

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নিউজ ডেক্স>>>সাতকানিয়া উপজেলার কেরানীহাট বাজারে যানজট নিরসনের লক্ষ্যে,অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (৯ জানুয়ারী) বিকাল ৩ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস।অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,অভিযানে বাজারে যানজট নিরসনের লক্ষ্যে লাইসেন্স বিহীন মোটরযান চালানো এবং অবৈধ গাড়ি পার্কিং এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় লাইসেন্স বিহীন গাড়ি চালানো এবং অবৈধ গাড়ি পার্কিং এর অপরাধে সড়ক পরিবহণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায়,বিজয় দেব(২৫)কে ৫০০ টাকা জনি মল্লিক(৩০) ১ হাজার টাকা,আবু ছিদ্দিক(৪৭)কে ১হাজার টাকা,মো: আকতার(৪২)কে ৫ শত টাকা,মাইন উদ্দিন(২৪) কে ৫ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।এছাড়াও সড়কের জায়গা অননুমোদিতভাবে দখল করার অপরাধে সরকারি এবং স্থানীয় কর্তৃপক্ষীয় ভূমি ও ইমারত (দখল ও পুনরুদ্ধার) আদেশ,সংশ্লিষ্ট ধারায় মিজানুর রহমান,কে ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।মোট ৬টি মামলায় ৪ হাজার পাঁচশত অর্থদন্ড প্রদান করা হয়।ভ্রাম্যমাণ আদালতের উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস।জানান, জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রাথমিকভাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।যদি কেউ আইন অমান্য করে তাহলে পরবর্তীতে অভিযান আরো জোরদার করা হবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page