আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামার)প্রতিনিধ>>>নীলফামারীর কিশোরগঞ্জে প্রদর্শনী প্লটের জন্য চাষিদের মাঝে বিনামূল্যে ব্রি ১০০ ভিত্তি জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ করা হয়েছে।বুধবার (১১ডিসেম্বর) বিকেলে কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ওই অফিসে নির্বাচিত ২০জন চাষির মাঝে ৫ কেজি করে ধানে বীজ বিতরণ করা হয়।এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মারেফাতুন জান্নাত মৌ,জিংক ধানের বীজ তলা তৈরি,চাষাবাদ,সার প্রয়োগ,পরিচর্যা,রোগ বালাই দমনে ধান ক্ষেতে পার্চিং পদ্ধতির ব্যবহার,ধানের বীজ উৎপাদন,সংরক্ষণ,মানবদেহে জিংকের প্রয়োজনীয়তা ও তার গুরুত্ব,এসব বিষয় তুলে ধরে আলোকপাত করার পাশাপাশি পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করনে চাষিদের জিংক সমৃদ্ধ ধান চাষাবাদ ও সম্প্রসারণের জন্য পরামর্শ দেন।তিনি আরো বলেন,এ ধানের উৎপাদন বাড়লে ভাতের মাধ্যমে মানুষের শরীরে দৈনন্দিন জিংকের চাহিদা ও ঘাটতি পূরণ হবে।এছাড়াও গর্ভবতী মা,হৃদরোগী,ডায়াবেটিক রোগী এবং উচ্চ রক্তচাপের রোগীদের জন্য এই চালের ভাত বিশেষ উপযোগী।এতে আরো উপস্থিত ছিলেন,কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার নেলসন সরেন,জেফী রাজ দোলন কুবি।











মন্তব্য