১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> চট্টগ্রাম
  • চট্টগ্রাম-বারইয়ারহাট রুটে চলাচলকারী যাত্রীবাহী বাস এর যাত্রী ধ্বস: যাত্রী বাড়াতে লোভনীয় অফার
  • চট্টগ্রাম-বারইয়ারহাট রুটে চলাচলকারী যাত্রীবাহী বাস এর যাত্রী ধ্বস: যাত্রী বাড়াতে লোভনীয় অফার

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম>>> বারইয়ারহাট থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে বারইয়ারহাট পর্যন্ত চলাচলকারী ‘চয়েস’ সার্ভিস এর সাথে প্রতিযোগিতার পাল্লা দিয়ে চালানো ‘মীরসরাই এক্সপ্রেস’ ভাড়া পূর্ব থেকে ২০ টাকা কমানো হয়েছে বলে পাওয়া খবরে জানা গেলো।অর্থাৎ- আগে ভাড়া ছিলো ১২০ টাকা প্রতিজন আর এখন তা করা হয়েছে ১০০ টাকা।যাত্রী সাধারণের অভাব, অভিযোগ- অনুযোগ অনেক। আগের তুলনায় ‘চয়েস’ সার্ভিস ও ‘মীরসরাই এক্সপ্রেস’ যাত্রী সংখ্যা সর্ব নিন্মে নেমে আসার মুল কারণ, ভালো মানের গাড়ি ব্যবহার না করার কারণে নির্ধারিত সময়ে গন্তব্যস্থলে পৌঁছাতে ব্যর্থ। এবং যাত্রীদের সাথে স্টাফদের ভালো ও ভদ্র আচরণের অভাব।আর এই সবের কারণে উক্ত সার্ভিস দুই টা থেকে যাত্রী পাওয়া/বহন একেবারেই সর্বনিম্ন অবস্থায় চলে আসায় এখন ‘মীরসরাই এক্সপ্রেস’ যাত্রীদের জন্য লোভনীয় অফার দিয়ে যাত্রী টানার চেষ্টা করে যাচ্ছে।আরতার- ই নিরিখে গতকাল ‘মীরসরাই এক্সপ্রেস’ কর্তৃপক্ষ পূর্বের ধার্য্যকৃত ভাড়া (১২০) টাকা থেকে ২০ টাকা কমিয়ে (১০০) দেয়ার ঘোষণা দিয়েছে।কিন্তু, তাতে যাত্রী সাধারণ বলছেন, তাতে লাভ কি? যেই লাউ সেই কদু-ই তো!ভাড়া না কমালে ও যাত্রীদের আপত্তি থাকবে না। শুধু যাত্রীদের সাথে স্টাফদের ভালো/ভদ্র আচরণ এবং গাড়ির সার্ভিস ভালো হলেই যথেষ্ট।এই বিষয়ে চট্টগ্রাম-বারইয়ারহাট রুটে চলাচলকারী ‘চয়েস সার্ভিস ও মীরসরাই এক্সপ্রেস’ কর্তৃপক্ষ ভালো মানের গাড়ি সার্ভিস ও যাত্রীদের সাথে স্টাফদের ভালো/ভদ্র আচরণের বিষয়টি প্রাধান্য দিয়ে যাত্রী সেবার গুনগত মান বজায় রেখে গাড়ি সার্ভিস দিলে যাত্রীরা আগেকার মতো আবার ‘চয়েস সার্ভিস’ এবং এর পরে সার্ভিস দিয়ে যাওয়া ‘মীরসরাই এক্সপ্রেস’ এর যাত্রীর অভাব থাকবে না বলে অনেকেই মনে করেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page