এম,এ কাশেম,বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম>>> চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে নাট্যাভিনেত্রী সহ দুই যাত্রীর কাছ থেকে পৌনে এক কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে।এ সময় তাদের কে আটক করা হয়।দু’জনের কাছ থেকে আনুমানিক ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।গতকাল শনিবার সকাল ১০টার দিকে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দা যৌথভাবে বিজি-১৪৮ ফ্লাইটের বিমানে তাদের তল্লাশির মাধ্যমে ৭৩৩ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।এ বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। আটক এক যাত্রী হলেন নাট্যাভিনেত্রী অনামিকা জুথী।তার বাড়ি ঢাকার মিরপুর।অপরজন হলেন চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল।জনসংযোগ কর্মকর্তা জানান, আটক দুই যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ নং ফ্লাইটে দুবাই থেকে সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।এতে ১ নং যাত্রী অনামিকা যুথী তার দুই হাতের চুড়ি স্কচ টেপ দিয়ে আটকে এবং চেইনগুলো গলায় সুকৌশলে লুকিয়ে স্বর্ণ বহন করছিলেন।এ ছাড়া স্বর্ণালংকারগুলো তাদের হাত ব্যাগে বহন করছিলেন।এতে চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইনসদৃশ্য নিখাদ স্বর্ণ (৫৪৩ গ্রাম, ২৪ ক্যারেট) এবং ১৯০ গ্রাম স্বর্ণালংকার সহ (২২ ক্যারেট) মোট ৭৩৩ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।অভিযানের নের্তৃত্বে থাকা কাস্টম হাউসের কর্মকর্তারা জানান,উদ্ধার হওয়া স্বর্ণ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হচ্ছে।আটক যাত্রীদের এভিয়েশন রুল অনুযায়ী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রেরণ করা হয়েছে।কারণ তারা ঢাকার যাত্রী ছিলেন।শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন,ঢাকায় তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।তার দু’জন প্রায় মধ্যপ্রাচ্যে যাতায়াত করেন।এ ছাড়া মহিলা যাত্রী বাংলাদেশের নাট্যাঙ্গনে নিয়মিত অভিনয় করেন।
মন্তব্য