১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম:
এডভোকেট ওসমান আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এলাকাবাসীর ফুলবাড়ীতে বারকোনা যুব সংঘ ওয়ান-ডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত আগামীকাল সুন্দরবন দুবলার চরে ৩দিনব্যাপী ঐতহ্যবাহী রাস উৎসব শুরু মহেশখালী থানা পুলিশের অভিযান: সাজাপ্রাপ্ত ২ জন’সহ গ্রেফতার-১০ ব্যাংক খাতে ভয়াবহ ভগ্ন পরিস্থিতি – সংকট নিরসনে সুশাসন প্রতিষ্ঠার পদক্ষেপ নিন ফুলকপি চাষে ব্যস্ত লালমনিরহাটের চাষিরা চট্টগ্রাম নগরীর ডেল্টা হসপিটালের ডক্টর’স চেম্বারের ড্রয়ারের তালা ভেঙ্গে টাকা চুরির অভিযোগ। রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা চট্টগ্রামে কাঁচা বাজারে ভয়াবহ আগুন ১ ঘন্টা প্রচেষ্টায় নিয়ন্ত্রণে  লালমনিহাটে জেলায় কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশনের বিনামূল্যে ঢেউটিন ,খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ ।
  • প্রচ্ছদ
  • লালমনিরহাট >> স্বাস্থ্য
  • পাটগ্রাম উপজেলা স্বাস্থ কমপ্লেক্স নিজেই অসুস্থ হয়ে পড়েছে। বরাদ্দের লক্ষ লক্ষ টাকা যায়।
  • পাটগ্রাম উপজেলা স্বাস্থ কমপ্লেক্স নিজেই অসুস্থ হয়ে পড়েছে। বরাদ্দের লক্ষ লক্ষ টাকা যায়।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    <img <img

    পাটগ্রাম (লালমনিরহাট)প্রতিনিধি>>> লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই অসুস্থ হয়ে পড়েছে।পরিষ্কার পরিচ্ছন্নতার নামে লক্ষ লক্ষ টাকা বিল ভাউচারের মাধ্যমে উত্তোলন করা হলেও পরিচ্ছন্নতার লেশ মাত্র নেই এখানে।মেঝেতে,দেয়ালে,গ্রিলে,ওপরে ওঠার সিড়ি সহ ভেতর বাহির সবখানেই অপরিস্কার আর অপরিচ্ছন্নতার আবরনে ছেয়ে গেছে হাসপাতাল কমপ্লেক্সটি।ভবনের বাইরে দেয়াল ঘেষে পানি এবং ময়লা নিষ্কাশনের ড্রেন গুলোতে পানি আর ময়লা একাকার হয়ে আছে অথচ সে দিকে হাসপাতাল কর্তৃপক্ষের কোন খেয়াল নেই।গত ২০২৩-২০২৪ অর্থ বছরে শুধু পরিস্কার পরিচ্ছন্নতা বাবদ প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা উত্তোলন করা হয়েছে।আর এ কাজে পণ্য ক্রয় বাবদ উত্তোলন করা হয়েছে প্রায় ৬৬ হাজার টাকা।অনুসন্ধানে জানা গেছে গত অর্থ বছরে আটটি বিল ভাউচারের মাধ্যমে আট লক্ষ পচানব্বই হাজার ৯২০ টাকা পরিষ্কার পরিচ্ছন্ন বাবদ উত্তোলন করা হয়েছে।দু’টি সাব সেন্টারে উত্তোলন করা হয়েছে উনপঞ্চাশ হাজার ৯৫০ টাকা।পরিচ্ছন্নতার জন্য যে সামগ্রীর প্রয়োজন, ওই পন্য ক্রয় করার জন্য ব্যয় দেখানো হয়েছে পয়ষট্রি হাজার ৯০০ টাকা।গত এক বছরে পরিষ্কার পরিচ্ছন্ন ও তার পণ্য ক্রয় বাবদ ওই অর্থ ব্যয় দেখানো হলেও হাসপাতালের যে নোংরা পরিবেশ ওই পরিবেশে একজন সুস্থ লোকও অসুস্থ হয়ে পড়বে বলে ভুক্তভোগীদের অভিযোগ। জানা গেছে ইনডোর এবং আউটডোরে চিকিৎসা সেবা পেতে প্রতিদিন প্রায় চার থেকে পাঁচ’শ রোগী আসে ওই হসপিটালে। এসব রোগীর মধ্যে নারী,শিশু,কিশোর ও বয়স্ক ব্যক্তিরা রয়েছে।এর মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ থাকে শিশুদের সর্দি কাশি,নিউমোনিয়া,ডায়েরিয়া,মারামারি,বয়স্ক ব্যক্তিদের কাশি হাঁপানী এবং মহিলাদের প্রসবকালীন সমস্যা জনিত রোগ।কিন্তু হাসপাতালের অপরিস্কার,অপরিচ্ছন্ন আর নোংরা পরিবেশ রোগীরা আরও রোগী হয়ে পড়ছে।সরকার সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য একটি হসপিটালে ওষুধ বরাদ্দ ছাড়াও ভবন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন।কিন্তু সরকারের বরাদ্দকৃত এসব অর্থ সংশ্লিষ্ট কাজে ব্যয় না করে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে নিজেরা আত্মসাৎ করছে।সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়াও ভবন রং বার্নিশ,রিপেয়ারিং, আসবাবপত্র ক্রয়,অক্সিজেন,জেনারেটর তেল খরচ সহ বিভিন্ন খাতে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ দিচ্ছেন।এসব অর্থ নামে মাত্র কাজ করে সমুদয় অর্থ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে নিজেরা পকেটস্থ করছেন।এ বিষয়ে পাটগ্রাম উপজেলা হসপিটালের স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান আলী বলেন হসপিটালের যাবতীয় কাজ ঠিকাদারের মাধ্যমে হয়ে থাকে এখানে আমাদের কোন হাত নেই।পরিষ্কার পরিচ্ছন্নর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন কোথায় অপরিস্কার চলেন দেখি। পরে তাকে অপরিস্কারের স্থান দেখালে তিনি আর কোন মন্তব্য করেননি।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page