কলমে নাজিয়া আফরিন >>>
……………………………
মাটির মাঝে মাটির শরীর,
প্রাণ পাখিটা ধুঁকছে খুব।
কবর, কবর, শীতল জল।
বৃষ্টিভেজা রাত দুপুর।
কেমন করে ছেড়ে এলাম
সোনার মানিক দুই ছেলে
যত স্বজন প্রিয়ভাজন,
ভালোবাসা নোনা জলে।
এমন জীবন কষ্টে ভরা
কতবারই মৃতের শখ
যখন এলো মরণ সমন
তখন কেমন পুড়ছে বুক।
গোসল করা পাক পবিত্র
কাফন ঢাকা দেহ মোর
এত কারা, কাঁদছে সারা
শোর বিলাপে হচ্ছে ভোর।
আমার নামির, ছোট্ট নুসাইর
লালচে চোখে মুখটি ভার
কেমন করে বুকে নিবো
আয়না তোরা একটিবার।
শুকনো মুখে, ক্লান্তি ছাঁপে
বাবাই গুলো কাঁদছে খুব
একলা আমায় রাখছে সবাই
বাজান গুলোর মিষ্টি মুখ।
মন্তব্য