১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮২ ইরানী’র ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ‘মূল প্রযুক্তির গুঁড়িয়ে দিয়েছে কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান ইসরাইলি হামলায় ১১ দিনে ইরানে নিহত ৫০০ রোহিঙ্গা সংকট মোকাবেলায় স্থানীয় নেতৃত্বের কোন বিকল্প নেই। কোস্ট ফাউন্ডেশনের আন্তর্জাতিক শরনার্থী দিবসের আলোচনা সভায় বক্তারা ঈদের পর লন্ডন সফরে যাচ্ছেন ড. ইউনূস রাতব্যাপী আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান, ঘোষণা ট্রাম্পের পাকিস্তানি বাহিনীর গুলিতে ৫০ ভারতীয় সেনা নিহত’ ভারতের ১৫টি শহরে পাকিস্তানের পাল্টা হামলা, উভয় দেশে তীব্র সামরিক উত্তেজনা   ভারতের ১২ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানে
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> চট্টগ্রাম
  • চন্দনাইশে ছুরির আঘাতে কলেজ ছাত্র আহত
  • চন্দনাইশে ছুরির আঘাতে কলেজ ছাত্র আহত

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    জেলা প্রতিবেদক>>> চট্টগ্রাম চন্দনাইশে জায়গা-সম্পত্তির জের ধরে প্রতিপক্ষের হামলায় মোজাফরাবাদ কলেজের ১ম বর্ষের ছাত্র মো.মারুফ আলম (১৬) নামে এক ছাত্র গুরতরে আহত হয়েছে।শনিবার বিকালে চন্দনাইশ পৌরসভাস্থ ৯নং ওয়ার্ডের জান মোহাম্মদ পাড়া সাকিনে বরুমতি ব্রীজের পশ্চিম পাশে এই ঘটনা ঘটে।এব্যাপারে আহত মারুফের পিতা মাহাবুবুল আলম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন।অভিযুক্তরা হলেন পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের গাছবাড়িয়া কলঘর এলাকার শাহ আলমের ছেলে মো. শাহনেওয়াজ (১৯),শহীদুল আলমের ছেলে মো.রিয়াদ(২২),মৃত রশিদ আহমদের ছেলে শহীদুল আলম(৩৮),নুরুল আলম(৩৫),জাহিদুল আলমের ছেলে মো.রাফি (১৯)। থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়,এলাকার মৃত হাবীবুর রহমানের ছেলে মাহবুবুল আলম (৫৫) এর সাথে তার চাচাত ভাইয়ের ছেলেদের সাথে দীর্ঘদিন তার মৌরশী বাড়ি-ভিটার জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। তারও ধারাবাহিকতায় গত ৩১ই আগষ্ট শনিবার সকালে বাদীর স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়।পরে একই দিনে ঐ ঘটনাকে কেন্দ্র করে বিকেলে মাহবুবুল আলমের ছেলে মারুফ দোকান থেকে বাড়িতে যাওয়ার পথে বাদীর চাচাত ভাইয়ের ছেলেরা তার যাওয়ার পথ প্রতিরোধ করে ধারালো ছুরি ধারা শরীরের বিভিন্ন জায়গায় জকম করে।পরে তার চিৎকার শুনে আশেপাশের মানুষ ঘটনাস্থল থেকে উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পরে বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাদী-বিবাদীর সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।মামলার বাদী মাহবুবুল আলম বলেন,জায়গা জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আমার চাচাত ভাই ও তার ছেলেরা মিলে এই ঘটনা করেন।এঘটনার পরে আমি চন্দনাইশ থানায় অভিযোগ দায়ের করায় পুনরায় তারা আমাকে ও আমার পরিবারকে প্রতিনিয়তে প্রাণ নাশের হুমকি দিচ্ছেন।এমতাবস্থায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুকছি।তাই নিরাপত্তার জন্য চন্দনাইশ থানায় পুনরায় একটি সাধারণ ডায়রী দায়ের করি।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page