আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>>> শিক্ষকগণের নিরাপত্তা নিশ্চতকরণে নীলফামারীর কিশোরগঞ্জে অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা প্রত্যাহার করা হয়েছে।রোববার সকালে উপজেলা প্রশাসনিক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক যৌথ আলোচনা সভায় বন্ধ ঘোষণা প্রত্যাহার করা হয়।এতে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)সাইদুল ইসলাম,জেলা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত লেফট্যানেন্ট কর্নেল মুরাদ,উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক,জেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান প্রমুখ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলার সকল মাধ্যমিক স্কুল,স্কুল এন্ড কলেজ,মাদরাসার প্রধান শিক্ষক ও সুপার।সভায় শিক্ষকগণ তাদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ নানা সমস্যার কথা তুলে ধরেন,এসময় উপস্থিত কর্মকর্তা তাদের অভিযোগের কথা মনোযোগসহকারে শুনেন।তা বাস্তবায়নে শিক্ষকদের মধ্য সমন্বয় কমিটি গঠনের পরামর্শ দেন।যা এর মাধ্যমে আক্রান্ত প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে সমন্বয় কমিটির সাথে তারা(যৌথবাহিনী)একত্রে কাজ করার পূর্ণ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।উল্লেখ্য,স্বার্থান্বেষী মহল কতিপয় শিক্ষার্থীদের দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের অপমান,পদত্যাগের অব্যাহত চেষ্টা ও সহকারী শিক্ষকগণকে লাঞ্ছিত এবং নিরাপত্তাহীনতার প্রতিবাদে গত ৩১আগষ্ট শনিবার বিকেলে এক জরুরি আলোচনা সভায় সকল মাধ্যমিক স্কুল,স্কুল এন্ড কলেজ ও মাদরাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেন।
মন্তব্য