আনোয়ার হোসেন- কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি>>> পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সূচক সমূহ বাস্তবায়নের মধ্য দিয়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর খোলাহাটি গ্রামকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম ঘোষনা করা হয়েছে।বৃহস্পতিবার(২২আগষ্ট)সকালে কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বর্ণিল ও বর্ণাঢ্য আয়োজনে ওই গ্রামকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা করা করা হয়।এ উপলক্ষ্য খোলাহাটি পাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।নিতাই ইউপি চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবুর সভাপতিত্বে সভায় পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রামের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা.আল মামুন,সমাজ সেবা অফিসার জাকির হোসেন,এপি ম্যানেজার পিকিং চাম্বুগং,প্রোগ্রাম অফিসার জন কেনেডি ক্রুশ প্রমুখ।এতে আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ড সদস্য মনারুল ইসলাম,গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি শহিদার রহমান,আজিজার রহমান,শিশু ও যুব ফোরামের প্রতিনিধি,ওয়াশ কমিটি,গন্যমান্য ব্যাক্তিবর্গসহ একশত সুবিধাভোগী পরিবারের সদস্য।জানা যায়,ওয়ার্ল্ড ভিশন গ্রামে নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত করণ,শতভাগ স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবহার,অপুষ্টি শিশু ও গর্ভবতী মায়ের মৃত্যুহার কমানো,গর্ভকালীন সচেতনতা ও প্রতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধিকরণ,এএনসি ও পিএনসি সেবা বৃদ্ধি করণ,সু-স্বাস্থ্য কৌশল সম্পর্কে জনগনকে ধারণা প্রদান,পরিস্কার-পরিচ্ছন্নতায় হাত দোয়ার অভ্যাস গড়ে তোলা,বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা,ময়লা আর্বজনা নিদিষ্ট জায়গায় রাখা,জৈব পদ্ধতিতে চাষাবাদ,তরল ও জৈব সার ব্যবহার,বসত বাড়ির আঙিনায় কীটনাশক মুক্ত সবজির চাষ,সৌর বিদ্যুৎ ব্যবহার বৃদ্ধিসহ নানাবিধ কার্যক্রম বাস্তবায়নে ওই গ্রামকে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন গ্রাম হিসেবে ঘোষণা করা হয়।তাদের(ওয়ার্ল্ড ভিশনের)এমন জনহিত কার্যক্রম বাস্তবায়নে উপস্থিত ব্যাক্তিবর্গ ভূয়সী প্রশংসা করেন।
মন্তব্য