আনোয়ার হোসেন- কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি>>> নীলফামারীর কিশোরগঞ্জে শিশু ও যুব ফোরামের অর্ধ-বার্ষিক সাফল্য উদযাপন করা হয়েছে।বুধবার (২১আগষ্ট)সকালে নির্বাচিত শিশু ও যুব ফোরামের অংশগ্রহনে ও কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বর্ণাঢ্য আয়োজনে টাউন কমপ্লেক্স কমিউনিটি সেন্টারে এ অর্ধ-বার্ষিক সাফল্য উদযাপন করা হয়।এতে উপস্থিত ছিলেন,উপজেলা সমাজ সেবা অফিসার জাকির হোসেন,যুব উন্নয়ন অফিসার সাদেকুর রহমান,এপি ম্যানেজার পিকিং চাম্বুগং,প্রোগ্রাম অফিসার জন কেনেডি ক্রশ,দোলন কুবি,আনোয়ার হোসেন,স্বপন কিসপ্ট্রা,স্পন্সরশিপ ও শিশু সুরক্ষা অফিসার সঞ্জয় মল্লিক প্রমুখ।জানা যায়,এপির কর্ম এলাকার পিএফএ-৫ এর ৩২টি শিশু ফোরাম ও ৬টি যুব ফোরামের নির্বাচিত একশত সদস্য নিজ নিজ এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধ,শিশু সুরক্ষা,শিশু নির্যাতন ও শিশু শ্রম প্রতিরোধে ভাল অবদান রাখায় এ অর্ধ-বার্ষিক সাফল্য উদযাপন করা হয়।সাফল্যের স্বীকৃতি হিসেবে তাদেরকে একটি করে ডিকশনারি প্রদান করা হয়।এসময় সমাজ সেবা অফিসার শিশুদের যাবতীয় সামাজিক সুরক্ষা নিশ্চিত করণে প্রতিশ্রুতি দেন।পাশাপাশি যুব উন্নয়ন অফিসার যুবকদের আত্মসাবলম্বী করতে প্রশিক্ষনসহ নানা সহযোগীতার কথা জানান।
মন্তব্য