মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী মহানগর,রংপুর।
তারিখঃ ০২ জুলাই ২০২৪ খ্রিঃ
রূপসী বাংলার রূপ টানে
প্রকৃতির পরশে প্রেমের টান
বর্ষার জলে কৃষক কাটে
পেটের ক্ষুধায় ক্ষেতের ধান।
কাচা পাক কিছু বুঝেনা
তুলতে হবে ঘরে ধান
বৃষ্টি জলে বৃদ্ধি হচ্ছে পান
নিত্য দিনে দাম বেড়েছে।
সিন্ডিকেট ব্যবসায়ীরা লাভবান
চেয়ে দেখা আমজনতার কাম
ন্যায্য মুল্যের পায়না দাম মজুরি
নীতিকথার বেড়াজালে জনগন।











মন্তব্য