আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>>> দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নীলফামারীর কিশোরগঞ্জে পৃথক পৃথক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে ১২টি নিষিদ্ধ ৫শ মিটার চায়না দুয়ারি ও ১টি ১শ মিটার কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।যার আনুমানিক বাজার মূল্য অর্ধ লাখ টাকা।সোমবার(১ জুলাই)সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের রাজিব চেংমারীর দোলা ও গাড়াগ্রাম ইউনিয়নের ডিসির মোড় সংলগ্ন মাচাইল ডোবার বিল থেকে এ জাল উদ্ধার করা হয়।পরে উপজেলা পরিষদ চত্বরে এ নিষিদ্ধ জাল পোড়ানো হয়।এ সময় উপস্থিত ছিলেন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস ছালাম,কিশোরগঞ্জ থানার এসআই নূর আলম প্রমুখ।বিষয়টি নিশ্চিত করে মৎস্য কর্মকর্তা আব্দুস ছালাম বলেন,মোবাইল কোর্ট পরিচালনা করে চায়না দুয়ারিসহ কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।দেশীয় মাছ ও মাছের পোনা রক্ষায় মৎস্য আইন অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











মন্তব্য