আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>>> নীলফামারীর কিশোরগঞ্জে থাই গেম ও ভিসা প্রতারক চক্রের ৪জন সদস্যকে সোমবার বিকালে কারাগারে পাঠিয়েছে পুলিশ।রোববার রাতে তাদেরকে নিজ এলাকা থেকে আটক করেন।এরা ভিডিও বুষ্ট করে প্রবাসীদের সঙ্গে ইমোতে যুক্ত হয়ে তাদেরকে থাই গেমের উইন নম্বর পাইয়ে দেওয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উচ্চ বেতনের চাকরি প্রলোভন দেখিয়ে বিকাশে মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেন।আটকরা হলেন,পানিয়ালপুকুর কাছরীপাড়া গ্রামের দুলালের ছেলে মাহমুদুল হাসান (১৯), মুশরুত পানিয়ালপুকুর চেয়ারম্যানপাড়া গ্রামের রাজুর ছেলে নাঈম ইসলাম (১৯),মুশরুত পানিয়ালপুকুর বেলতলী গ্রামের বদিউলের ছেলে সামি ইসলাম (১৯) ও কালিকাপুর চৌধুরীপাড়া গ্রামের জেনারুলের ছেলে আলী হোসেন।কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মোবাইলে প্রতারণার উপকরণ পাওয়ায় তাদেরকে সাইবার নিরাপত্তা আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য