সুদীপশুভ্র মন্ডল
শিউলি কুড়ানোর ছলে সেথায়–
দেখি শিশির সিক্ত ফুলদল।
বন বিতানের পদতলে জমেছে–
ফাগুন বিদায়ের অশ্রুজল।
ভ্রমরের গুনগুন ওঠে না কুঞ্জে–
মৌমাছি ওড়েনা দলে দলে।
কোকিলের কন্ঠে বাজে না সুর–
কলিরা ঝরে যায় অকালে।
সুরভী ছড়ায় না মলয় বাতাস–
মহুয়া পলাশের পরাগ রেণু।
শাল পিয়ালের দরাজ বিতানে–
কে যেন বাজায় মর্মর বেণু ?
খেদ বিলাতে আসিনি হেথায়–
উড়াব না বৃক্ষ শাখে পাখী।
বিদায়ের শোভাযাত্রায় আজি–
স্নেহবিহ্বল বনানীর আঁখি।
মন রাঙাতে এসেছি বাগিচায়–
কাড়তে আসিনি স্নেহমায়া।
বিষন্ন বেণুবনে বিষাদের বাঁশি–
গহন অরণ্যে মেঘের ছায়া।
লিখিব আজিকে সেই কবিতাটি–
নয়ন সরসী বেজায় উদাসীন ?
মন নাহি মানে যেতে বনবিতানে–
বক্ষ মাঝে বাজে বিষন্ন বীণ।











মন্তব্য