কবি-সাদেকুল ইসলাম রনচন্ডী-৫৩২০,কিশোরগঞ্জ, নীলফামারী।
“আমার এক বুক আকাশ আছে,
যেখানে নীলাদ্রি রোজ তার মেঘরাজ্য নিয়ে ঘুরে বেড়ায়।
আলতো হাতে ছুঁয়ে দেয় আকাশরাজ্য।
সেখানে কত রঙ,কত রুপ লুকিয়ে আছে,
যেটা নীলাদ্রি প্রতিনিয়ত অনুধাবন করতে পারে।
নীল থেকে নীলান্তর, মোহ,মায়া আর আকাশচুম্বী আকাঙ্ক্ষা যেখানে অনবরত ভেসে বেড়ায়!
যেখানে নক্ষত্ররাজি ঝিকিমিকি আলোয় রোজ খেলা করে।
আমার আকাশ জুড়ে নীলাদ্রির বসবাস হোক জন্ম থেকে জন্মান্তর।
বেঁচে থাকুক নীলাদ্রি, বেঁচে থাকুক আকাশ,বেঁচে থাকুক ভালোবাসা।











মন্তব্য