আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>>> নীলফামারীর কিশোরগঞ্জে তথ্য চাওয়ায় সাংবাদিক মনির হাসান জীবনকে মারধর ও প্রাণনাশের হুমকি অভিযোগ উঠেছে শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মাদ এর বিরুদ্ধে।এ ঘটনার প্রতিবাদে বুধবার (২৬জুন)দুপুরে উপজেলা চত্বরে কিশোরগঞ্জ সম্মিলিত সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়েছে।মানববন্ধনে বক্তব্য দেন,সম্মিলিত সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক ও দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি আব্দুল মান্নান, সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি অধ্যাপক আব্দুর রাজ্জাক,বাংলাদেশ প্রেসক্লাব উপজেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন, কিশোরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের যুগ্ম আহ্বায়ক শাকিল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইয়ামিন কবির স্বপন, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি কাওছার হামিদ, রিপোর্টার্স ক্লাবের সদস্য সচিব সামসুজ্জামান সুমন,সাংবাদিক আশরাফুল ইসলাম রাজু,আরিফ শেখ ও সুশিল সমাজের মোজাহিদুল ইসলাম সুরুজ ও সেলিম রেজাসহ অন্যরা।জানা যায়,আজকের আলোকিত সকাল পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি ওই সাংবাদিক গত রবিবার দুপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তার কক্ষে যান।তথ্য চাওয়ায় তাকে মারধর,ধাক্কাধাক্কি ও আপত্তিকর ভাষায় গালিগালাজ করেন।এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।পরে ভুক্তভোগী থানায় অভিযোগ দেয়।এ বিষয়ে জানতে অভিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য জানা যায়নি।কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল জানান,অভিযোগ পাওয়া গেছে।তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।











মন্তব্য