কলমে :-নাজিম উদ্দীন।
*********************
ঈদ এলো খুশী নিয়ে
কারো কারো ঘরে,
কষ্ট নিয়ে এলো ঈদ
গরিবের তরে।
আজকের খাদ্য নেই
কাল কি খাবে,
এই চিন্তা সারাক্ষন
খাদ্য কোথায় পাবে।
মধ্যবিত্ত যারা আছে
খাচ্ছে হিমশিম,
কোরবানি দিবে তারা
স্বপ্ন অসীম।
ভালো-মন্দ খাবে ওরা
কোথা তারা পাবে,
দয়া করে কেউ দিলে
তাহলে খাবে।
আজকাল ঘরে ঘরে
ফ্রিজ আছে ভাই,
দান করে কম কম
ফ্রিজ করে বোঝাই।
—————————-











মন্তব্য