কলমে :-নাজিম উদ্দিন.
তাং:-১৬/০৬/২০২৪ খ্রিষ্টাব্দ।
*********★*************
মন যদি ভেঙে যায়
মরা নদীর মত,
সেই মনে সৃষ্টি হয়
হাজার হাজার ক্ষত।
সবচেয়ে নরম হলো
মানুষের মন,
সুখ নাহি পায় কেউ
যদিও থাকে ধন।
তাই বলি সবে শোনো
ভেঙ্গো না কারো মন,
হয় যদি অন্য কেহ
অথবা আপন।
মন দিয়ে মন কেন
সুখ সবে পাবে,
শত কষ্ট থাকেও যদি
শান্তিতে রবে।
——————————-











মন্তব্য