আনোয়ার হোসেন- কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি>>> নীলফামারীর কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে রিয়াদ হোসেন(১৬) নামে এক দশম শ্রেনির মেধাবী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের মুশা ঝাড়পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।তিনি ওই গ্রামের বাসিন্দা সাবেক সেনা কর্মকর্তা আলমগীর হোসেনের ছেলে ও রংপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে রিয়াদ হোসেন তার কয়েকজন সহপাঠির সাথে বাড়ির পাশের এক পুকুরে জলকেলিতে মেতে উঠে।সাঁতার কাটতে না জানায় এসময় পুকুরের গভীর পানিতে ডুবে রিয়াদ নিঁখোজ হয়।পরে অনেক খোঁজাখুজির পর আশংকা জনক অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন।পরে রংপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু পুকুরের পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।











মন্তব্য