কলমে :-নাজিম উদ্দীন
তাং:-০৭/০৬/২০২৪ খ্রিষ্টাব্দ।
*************************
গাড়ি আসে গাড়ি যায়
আমাকে নেয় না,
প্লাটফর্মে বসে থাকি
নিয়ে যন্ত্রণা।
বয়সের ভারে আমি
দুর্বল হয়েছি,
আপনজন ছেড়ে তাই
প্লাটফর্মে আছি।
খাদ্য খাই চেয়ে চেয়ে
কারো দয়া হলে,
অনাহারে থাকি আমি
কেউ কিছু না দিলে।
সর্দি কাশি জ্বর হলে
ঔষধ কোথায় পাবো,
যদি কেউ কিনে দেয়
ঔষধ তবে খাব।
আমি তাই অপেক্ষায়
সেই গাড়ি কবে আসবে,
বেওয়ারিশ লাশ ভেবে
আমায় নিয়ে যাবে।
——————————–











মন্তব্য