কলমে নাজিয়া আফরিন >>>
…..……..…………….……
বেল পাঁকলে কাকের কি লাভ?
ভাত ছিটালে- হয়না অভাব।
যে যেমন তার তেমনি স্বভাব
যেমন যে তার তেমনি মেজাজ।
ভুল মানুষের মানসিকতা
প্রকাশভঙ্গিই ছ্যাঁচড়া-ছোঁচা,
স্বার্থপরের নিঠুর ছায়া
কৃষ্ণচূড়ায় আর লাগেনা মায়া।
কিসের ভূবন? কিসের সুজন?
মনি, মুক্তা, হীরে, রতন।
লোভে, পাপে জীবন যাপন,
ভালোবাসার মিথ্যে স্বপন।
ভ্রম ভাঙলেই প্রাণ ভোমরা
হারায় যতন, হারায় স্বজন
লীন হয়ে যায় ভাঙে কাঁকন,
এলোকেশীর উদাস যাতন।
বেল পাঁকলে কাকের কি লাভ?
কাকই তো ভালো বাসে-স্বজাত।
আমরা কেমন মানুষ জাতি?
খুঁজি দিবস, লাভ আর ক্ষতি।
প্রেম পিরিতি যা ইচ্ছে তাই
জনম কাটে বৃথায় বৃথায়
মানব মনের সুপ্ত কোণে,
ফুল ফোটেনা কোনে ক্ষণে
অস্তিমেতে সূর্য ডোবে
নৌকারা সব একলা ঘাটে
হাটে মাঠে হাজার ভীড়ে
সব মানুষই একলা সুরে।











মন্তব্য