২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
আগুনে ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা পরিবারের পাশে ডিসি জাহিদুল সিআরএ সম্মাননা পেলেন আরজেএফ চেয়ারম্যান এস এম. জহিরুল ইসলাম সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী এড. নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে লিফলেট বিতরন নারী সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে নৈশ প্রহরীদের বেঁধে হিমাগারে ডাকাতি জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটরের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত পিরোজপুর-২ আসনে যোগ্য প্রার্থী চেয়ে নেছারাবাদে মশাল মিছিল আরাকান আর্মির সঙ্গে সংঘাতে আরসা-আরএসও, এপারে আতঙ্ক ২ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা উদ্ধার বিজিবির চন্দনাইশ খাঁনহাট বাজারে ব্যবসায়ির দোকানে দুর্ধষ চুরি: থানায় অভিযোগ দায়ের বিএনপি ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে সর্বাত্মক কাজ করবে — শামা ওবায়েদ

মনের আয়না

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো দেলোয়ার হোসেন সিদ্দিকী মহানগর রংপুর
তারিখ ৩১ মে ২০২২খ্রি
“””””””””””””””””””””””””””
ওহে আমার ভালোবাসার তরী
দুটি মনের একটি আয়না
তোমাদের দু’জন কেই
ভুলে থাকা যায় না
দৃষ্টির সীমানায় পলকে পলকে
ছবি আসে আইমান ও আফিয়া
তোমরা আমার মনের আয়না
দুর হতে দুরত্বে হচ্ছে কথা
মোবাইল ফোনে
তাদের মনে প্রশ্ন আসে
হাজার কথার বায়না
মনটা যে আর মানে
কোমল শিশুর আলতো কথায়
দুরে থাকতে মনটা আমার চায়না
ইচ্ছে করে হাজার কথার
বায়না পুরনে ছুটে যেতে ছোট্ট নীড়ে
শত মানুষের শতেক ভীড় ভেদ করে
গভীর মনের ভালোবাসায়
চলছি ছুটে অবিরত পথে প্রান্তরে
তাদের কাছে এগিয়ে যেতে
অবুঝ মনের সোনালী সবুজ
চাওয়া পাওয়ার বায়না মেটাতে
স্বপ্ন গুলো পুরন করতে
কি ভাবে পারবো
তা আমার জানা নেই
কারনে অকারণে
সময়ের ব্যবধানে
শত ব্যস্ততার মাঝেও
আমি যে আর পারি না
তাদের ডাকে সাড়া দেই কি ভাবে
শান্তনার অগ্নি বীণায়
প্রকৃতির দৃশ্য ময়
নবরূপে সাজিয়ে
বৈচিত্র্যময় জীবন কে
আলোর সঙ্গে ভালো রাখতে
একটুখানি আনন্দে উৎসব মিছিলে
যুক্ত করার প্রচেষ্টায় অল্প কথার গল্পে
কথা বলছি তাদের সনে রাত্রি দিনে
তারাঁ হাজার গোলাপের মাঝে
আমার হৃদয়ে ধারণ করা
একটি জীবন্ত ফুটন্ত ফুল
আমি তাদের মুখের দিকে চাহিয়া
করতে পারি না মনের অজান্তেই ভুল
তারাই আমার জীবনের পথচলায় পরিবর্তনের নতুন ঝর্ণা ধারা
শক্তি সাহস সঞ্চয়ে সুখে শান্তিতে
বসবাস করতে চাই
নতুন দিগন্তের আশার আলোয়
দুঃখ কষ্ট যন্ত্রণা মোচন এর মূলমন্ত্র
স্বপ্ন দেখি দেখবো স্বপ্ন পুরনের চেষ্টা করি
যতদিন বাঁচব ততদিন পর্যন্ত
একে অপরের পরিপূরক হয়ে
শত বাঁধা প্রতিবন্ধকতা কে
অতিক্রম করে সমুদ্র মহাসাগর
হিমালয় কে পিছনে ফেলে
ভালোর সঙ্গে আলোর পথে
সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে যেতে চাই
ওহে আমার সমস্ত কিছুর মালিক সাই
আমাদের চাওয়া পাওয়ায়
তোমারি কুদরতি রহমত
পূর্ণতা দান করুন
এই মিনতি করছি বারংবার
তোমার নিকটে চাই ।
মনের আয়না ফ্রেমে বাঁধা আছে
বন্ধু স্বজন নিকটতম
আত্মার অস্তিত্বে আপনজন বোন ভাই
এই মোর ভাবনা
সকলের জন্য রইলো
প্রান ভরা ভালোবাসা ও শুভ কামনা।
ভালো মানুষ যারা
সবসময় ভালো থাকুক তাঁরা।

মন্তব্য

আরও পড়ুন

You cannot copy content of this page