মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
মহানগর,রংপুর।
তারিখঃ ১৫এপ্রিল 2018খ্রিঃ
শুনতে পাচ্ছ কী আমার আহবান
বলো তো এ কিসের আহবান
কী দ্বিধায় পড়ে গেলে নিশ্চয়
ভয় পেয়ো না।
আমার এ আহবান কে
পড়তে হবে না
দ্বিধা দ্বন্দ্বের আচ্ছাদনে
আমার আহবান ঠিক।
তোমার আহবানের উল্টো পিঠ।
বুঝতে পারছো কি আমার ভাষা
বলো তো কি
সেই আমার আহবানের ডাক ।
কী দ্বন্দ্বে ফেলে দিলাম বুঝি
তবে উৎকণ্ঠিত হই ও না
দুশ্চিন্তা দুর করে একটু মন দিয়ে শোন ।
আমার ভাষার আহবানে।
আমার ভাষা ঠিক
তোমার ভাষার প্রতিধ্বনি
আমার ভাবনার আহবান হচ্ছে
ধর্মীয় অপব্যখ্যারবিরুদ্ধে।
সঠিক সত্যকে প্রকাশ করা
অন্যায় অত্যাচার অবিচার দুর্নীতি।
নির্যাতন কে চিরতরে মুছে ফেলার
সচেতনতা বৃদ্ধি করার আহবান।
সকলকে নিয়ে পথচলা
বৈষম্যের বেড়াজাল থেকে
সমাজের মানুষকে মুক্ত করা
ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ করা।
অসাম্প্রদায়িক মুক্তি যুদ্ধের
চেতনায় উজ্জীবিত হয়ে উদ্বুদ্ধ করা
দেশ ও জাতিকে গড়ে তোলা
এই আমার পরিবর্তনের আহবান।
দেখতে পাচ্ছ কী
চমৎকার সবুজ শ্যামল প্রকৃতি
বলো তো এতে কিসের আহবান
অনিশ্চয়তায় ভুগছো বুঝি ।
আমার এমন প্রশ্নে নিরুৎসাহিত হইও না
এই চমৎকার প্রকৃতির আহবানে
মিশে আছে মুক্তিযুদ্ধের চেতনা
লাখো শহীদের রক্তের বিনিময়ে।
দুইলক্ষ্য মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা
সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাবোধ
তোমার আমার দেশপ্রেম।
সকলকে পরিবর্তনের আহবান
বিশ্ব দরবারে মাথা উচু করে দারাবার
আমার এ আহবান মনুষ্যত্ব কে জাগ্রত করার আমার এ আহবান ।
নৈতিক শিক্ষা গ্রহণের
আমার এ আহবান
দৃষ্টিভঙ্গি পরিবর্তনের
আমার এ আহবান।
মানুষের প্রতি মানুষের
আস্থা বিশ্বাস শ্রদ্ধা সম্মান
পারস্পরিক সম্পর্ক ভালোবাসা
সদাচারন সর্বাপরি মানবতার আহবান।
এসো সবাই মিলে শপথ গ্রহণ করি
আমার এ আহবানে কন্ঠ মিলিয়ে
সমৃদ্ধশীল আলোকিত সোনার
বাংলাদেশ গড়ে তুলি ।











মন্তব্য