মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
মহানগর, রংপুর।
তারিখঃ ২৬ মে ২০২৪ খ্রিঃ
সময়ের ব্যবধানে গেলাম থমকে
দুজনের স্মৃতিতে রূপকথার গল্পে
পথচলাতে জমা হয়েছে মোদের চিঠি
মনের বাক্সে সারাক্ষণের অনুভূতি।
সময় বলছে প্রকৃতি তার সাক্ষী
দুজনেই সেই চিঠির ডাক পিয়ন
আজ গল্প বলার অভ্যাসে মোর
গল্প শোনার সেই তুমি যে নাই।
মুখের হারানো কন্ঠে ফুটলে কথা
মনে পড়ে সেই পুরানো ব্যকুলতা
আমি ঘুরে ফিরে তোমাকে হারাই
এ জীবনে ফিরে পাই বা না পাই।
দোয়েলের ডাকে সাঁঝের বেলায়
স্মৃতির পাতায় তোমাকে খুঁজে পাই
চোখে পড়ে ধুলির ঝরে দেয়াল জুড়ে
আমরা দেখি মানুষ হারার বিজ্ঞাপন।
ব্যস্ততায় নেইনি কারো খোঁজ খবর
ইট পাথরের গড়ে ওঠা গ্রাম নগর শহর
দুনিয়া ভরা মানুষ তবু আপন কেহ নাই
মিছে মায়ায় সম্পর্ক ভাঙা গড়ার খেলা।
রোজ খবরে এমন আমরা দেখতে পাই
অতীত ভুলে মানব কুলে হও হুশিয়ার
সুন্দর হোক সবকিছুতে মানুষের মন
পরিবর্তনে হোক বিজয় মানসিকতার।











মন্তব্য