আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>>> নীলফামারীর কিশোরগঞ্জে উদ্ধারকৃত আর্জেস গ্রেনেড, মাইন ও মর্টারশেল ধ্বংস করা হয়েছে।এ সময় বিকট শব্দে কেঁপে উঠেছে বাজেডুমরিয়া ও সিট রাজীবসহ আশপাশের গ্রাম।বৃহস্পতিবার সকালে রংপুর সেনানিবাসের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলের পাশে বিস্ফোরণ ঘটিয়ে এসব অস্ত্র ধ্বংস করে।স্থানীয়রা জানান, বাজেডুমরিয়া গ্রামের একটি বাঁশঝাড় থেকে সোমবার ভেকু দিয়ে গর্ত খুঁড়ে মাটি নিয়ে যাচ্ছিল।সেখানে পাওয়া গ্রেনেড, রাইফেল,ম্যাগাজিন ও ল্যান্ড মাইন দুই তরুণ বাড়িতে নিয়ে যায়।বিষয়টি জানতে পেরে থানা পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে ঘটনাস্থলের পাশে রাখেন।সেনাবাহিনীর লোকজন সেই অস্ত্র ধ্বংসের সময় আশপাশের গ্রাম কেঁপে উঠে।কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মণ্ডল জানান,এসব অস্ত্র মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা করা হচ্ছে।আদালতের আদেশক্রমে গ্রেনেড,মাইন,মর্টারশেল ধ্বংস এবং আংশিক রাইফেল ও ম্যাগাজিন সংরক্ষণ করা হয়েছে











মন্তব্য