আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>>>নীলফামারীর কিশোরগঞ্জে ঐতিহাসিক ৭মার্চ ও অন্যান্য দিবসসমূহ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে।রোববার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা করা হয়।ইউএনও এম এম আশিক রেজার সভাপতিত্বে এ সময় তিনি ঐতিহাসিক ৭ মার্চ,১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী,২৫ মার্চ গণহত্যা দিবস,২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের নিমিত্তে নানা করণীয় দিক তুলে ধরে বক্তব্য ও সকলের সহযোগিতা কামনা করেন।এতে আরো বক্তব্য দেন,উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল,কৃষি কর্মকর্তা লোকমান আলম,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহীমসহ বিভিন্ন দপ্তরের কমকর্তা,জনপ্রতিনিধি ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা প্রমুখ।উল্লেখিত দিবস সমূহ উদযাপনের প্রস্ততি সভা পর্যায়ক্রমে করা হয়।
মন্তব্য