২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুলিশের জালে দুই গরু চোর সহ পিকআপ। রাজশাহীর পদ্মায় ‘বিলুপ্ত’ কুমির! আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে তানোরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা গোদাগাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ দূষণ কমানোয় বিশ্বসেরা রাজশাহী এখন দূষণে শীর্ষে পবার বিউটি হত্যা মামলায় মিলল এক আসামির স্বীকারোক্তি চারঘাটে ডোবা থেকে অজ্ঞাত যুবকের লা’শ উদ্ধার চারঘাটে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোদাগাড়ীতে সীমান্তে বিজিবির অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ কোম্পানীগঞ্জে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে মধ্যপূর্ব চরহাজারী যুব সংঘ

সাকিবের সাথে কথা বলেননি তামিম

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিনোদন ডেক্স 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে আজ রংপুর রাইডার্স-ফরচুন বরিশালের ম্যাচ চলাকালীন সাকিব আল হাসানের সাথে কথা বলেননি বলে জানিয়েছেন তামিম ইকবাল।মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর ও বরিশালের ম্যাচটি বাড়তি উত্তেজনা তৈরি করেছিলো। কারন গত বছর অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ ইস্যুর পর এ ম্যাচেই প্রথম দেখা হয় সাকিব-তামিমের।রংপুরের বিপক্ষে ৫ উইকেটে জয়ের পর ম্যাচ শেষে অলরাউন্ডার সাকিবের সাথে কথা হয়েছে কিনা জানতে চাওয়া হলে তামিম বলেন, ‘না আমরা কথা বলিনি।’পরবর্তীতে আবার একই বিষয়ে প্রশ্ন করা হলে মেজাজ হারিয়ে ফেলেন তামিম। তিনি বলেন, ‘আমি মনে করি না এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। আপনারা সবাই এটি সম্পর্কে জানেন। কেন বারবার জিজ্ঞাসা করেন? আপনার যদি কিছু জানার প্রয়োজন হয়, তাহলে তাকে (সাকিব) জিজ্ঞাসা করেন।’গত আগস্টে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দেন তামিম। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি। কিন্তু পরবর্তীতে তাকে নিয়ে ‘নোংরা খেলা’ হচ্ছে জানিয়ে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ান তামিম।একটি ভিডিও বার্তার মাধ্যমে তামিম বিশ্বকাপ থেকে সরে যাবার ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পর একটি বেসরকারি টিভিতে সাক্ষাৎকারে তামিমের সমালোচনা করেন সাকিব। এরফলে তাদের সম্পর্কের টানাপোড়েন জনসম্মুখে প্রকাশ পায়।পরে তামিম জানিয়েছিলেন, বিপিএলের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে আলোচনা করে আন্তর্জাতিক অঙ্গনে তার ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নিবেন।
এরই মধ্যে নিজের নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাকিব।বিপিএলের আগে অবশ্য তামিম জানিয়েছিলেন, সাকিবের সাথে দেখা হলে কথা বলবেন। কিন্তু খেলা শেষে যখন দু’জনে হাত মিলিয়েছেন, তখন তামিমকে অন্য দিকে তাকাতে দেখা গেছে।বরিশালের জয়ের ম্যাচে স্বাচ্ছেন্দ্যে ব্যাট করেছেন তামিম। ২৪ বলে ৩৫ রানের ইনিংস খেলেন তিনি। বরিশালের পেসার খালেদ আহমেদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৯ উইকেটে ১৩৪ রানের বেশি করতে পারেনি রংপুর। ৩১ রানে ৪ উইকেট নেন খালেদ। ব্যাট হাতে মাত্র ২ রান করেন সাকিব।বোলিংয়ে ৪ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট নেন সাকিব। প্রতিপক্ষের অন্যান্য বোলারদের স্বাচ্ছন্দ্যে খেললেও, সাকিবের বিপক্ষে ৭ বলে মাত্র ৫ রান নিতে পারেন তামিম।

মন্তব্য

আরও পড়ুন

You cannot copy content of this page