স্টাফ রিপোর্টার, প্রলয় কুমার বিন্দ, ময়মনসিংহ।
আজ বিনামূল্যে নতুন বই হাতে পেয়ে সকল শিক্ষার্থীরা আনন্দিত। ২০২৩ সালের বার্ষিক পরীক্ষা শেষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা নতুন শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। প্রত্যেক প্রতিষ্ঠান প্রধান নতুন কারিকুলামের বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। সঠিক সময়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারার জন্য শিক্ষার্থী এবং অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করেছে। তবে নতুন কারিকুলাম বিষয়ে অনেক অভিভাবকরা চিন্তিত। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের চোখে মুখে আনন্দের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যেমন আনন্দিত তেমনি সৃষ্টির সেন্ট্রাল স্কুল শেরপুর শাখার শিক্ষার্থীরা নতুন বই হাতে উচ্ছ্বসিত ও আনন্দিত। অভিভাবকদের মন্তব্য বই মানুষের অন্তর আত্মাকে বিকশিত করে। অভিভাবকরা ধন্যবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রীসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
মন্তব্য