এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট):
মোংলায় সুন্দরবন ইউনিয়ন এর ২ ও ৩নং ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রবিবার (০৩ ডিসেম্বর) সকাল ১০’টায় মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের উওর বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোণিতা শেষে পুরস্কার বিতরণ করেন বাগেরহাট-৩ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।এ সময় উপস্থিত ছিলেন মোংলা উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, সুন্দরবন ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ কবির উদ্দিন, চাঁদ পাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্যা মোঃ তরিকুল ইসলাম,সুন্দরবন ইউনিয়নের যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য খান আহাদুজ্জামান’সহ আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী অঙ্গ – সংগঠনের নেতা-কর্মীরা।
এক প্রশ্নের জবাবে উপমন্ত্রী বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এবং বিপুল ভোটে জয়লাভ করবো। প্রধানমন্ত্রীর গত ১৫ বছরের উন্নয়ন, সুশাসন ও সেবার উপর আস্থা রেখে এই নির্বাচনেও জনগণ নৌকা প্রতীকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবেন।উক্ত প্রতিযোগিতা দেখতে আসা বৃদ্ধ আমিনুল ইসলাম বলেন, আমার বয়স প্রায় ৭৫ বছর, ‘আমার জীবনে আমি বিভিন্ন স্থানে ফুটবল প্রতিযোগিতা দেখেছি তবে এমন হাজারো মানুষের সমাগম কখনো দেখিনি।সুন্দরবন ইউনিয়নের যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য খান আহাদুজ্জামান বলেন, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার আগমন উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা দেখার জন্য এত মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। সুন্দরবন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ কবির উদ্দিন বলেন, ফুটবল টুর্নামেন্ট কে কেন্দ্র করে কোন আপত্তিকর ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা ও পরিবেশ শান্ত ছিল আমরা আগামীতে আবারও এমন খেলার আয়োজন করবো।তিনি রামপাল – মোংলার জনসাধারণের উদ্দেশ্য করে আরও বলেন, আসন্ন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার কে পূনঃরায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহবান জানান।উক্ত ফুটবল টুর্নামেন্টে সুন্দরবন ইউনিয়নের ৩’নং ওয়ার্ড ২-১ গোলে ২’নং ওয়ার্ড দল’কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বেগম হাবিবুন নাহার।
মন্তব্য