কলমেঃ মাহফুজা মিনি রংপুর, বাংলাদেশ >>>
শীত এলো রে, শীত এলো
গ্রাম-বাংলা ঢেকে গেলো
চারিদিকে আবছা আলো,
দেখি শুধু কুয়াশা কালো।
কুয়াশায় চাদর ঢেকেছে শহর,
চায়ের কাপে দিচ্ছে ডুব
শীত এলো রে,শীত এলো
উষ্ণতা আজ নিশ্চুপ।
সূয্যিমামা উঠবে কখন
অপেক্ষায় কাটছে না ঘোর
ভোরের আলোর একটু দেখা
মন যে আজ শুধুই বিভোর।
শীত এলো রে, শীত এলো
খেজুর গুড়ের স্বাদ জাগলো।
খেজুর গাছে রসের হাড়ি
মন চলেছে গ্রামের বাড়ি।
……………………………..











মন্তব্য