কলমে মুক্তা রানী দেবী >>>জেগে আছে পুজোর স্মৃতি ছবির ভাঁজে ভাঁজে
পড়ছে মনে সময়গুলো সকাল-বিকাল সাঁঝে।
আহার-বিহার যাচ্ছে চলে আগেরকারই মতো
দিচ্ছে উঁকি ঢেং কুড়কুড় স্মৃতি কতো শতো।
সেই নতুন শাড়ি, নতুন চুড়ি,নতুন কানের দুল
আছে সবই নতুন আজও সেজে ঝুমকো ফুল।
শিউলি তলায় পুজোর গন্ধ মৌ-মৌ-মৌ করে
কাশের বনে লেগে হাওয়া যাচ্ছে সরে সরে।
নীল আকাশে মেঘের খেলায় শরৎ দাদার ছবি
হেমন্তদা ঘুমিয়ে আছে হয়ে পুজোর কবি।
প্রতিটি দিন পুজোর সাজে সাজবে কবে ধরা!
অসুর শক্তি নিপাত গিয়ে হবে ভুবন গড়া!
——————-











মন্তব্য