মিছে আসা দুনিয়াতে
মিছেই সংসার,
মিছে করি পরিশ্রম
মূল্য নেই যার।
শ্রম দিয়ে সং সেজে
গড়ি পরিবার,
এখন আমি বৃদ্ধ বলে
কেউ ধারেনা ধার।
গায়ে যখন শক্তি ছিল
সবাই শুনতো কথা,
বৃদ্ধ হয়ে এখন নাকি
ভোতা আমার মাথা।
সব লোকে সবই জানে
বিয়ে করে কেন!
জেনেশুনে বিষ খায়
সব লোক যেন
মিছেই সংসার,
মিছে করি পরিশ্রম
মূল্য নেই যার।
শ্রম দিয়ে সং সেজে
গড়ি পরিবার,
এখন আমি বৃদ্ধ বলে
কেউ ধারেনা ধার।
গায়ে যখন শক্তি ছিল
সবাই শুনতো কথা,
বৃদ্ধ হয়ে এখন নাকি
ভোতা আমার মাথা।
সব লোকে সবই জানে
বিয়ে করে কেন!
জেনেশুনে বিষ খায়
সব লোক যেন











মন্তব্য