তানজিলা তানজু
বড় হবো বড় হবো তৃষ্ণা মনে খুব,
বড় হয়ে দিব আমি জ্ঞান সাগরে ডুব।
গড়বো এক নতুন সমাজ,
বন্ধ হবে সব মন্দ কাজ।
আকাশ ছোঁয়া ইচ্ছে আমার,
বিশ্বটাকে জয় করার।
আমার কর্মে উজ্জ্বল হবে সমাজ, দেশ, জাতি,
নিজ কর্মে সর্বস্থানে গড়বো সুখ্যাতি।
থাকবো পাশে খুব হতাশে আছে যেখানে যারা,
দুঃখ তাদের ঘুচিয়ে দিয়ে হবো চোখের তারা।
কুড়িয়ে নিবো পথের দ্বারের ঝরে যাওয়া ফুলগুলো,
আধাঁর থেকে বের করে তাদের যেন দিতে পারি আলো।
সেই প্রত্যাশায়,
আমি বড় হতে চাই।
অনেক অনেক বড়,
মহৎ সব ইচ্ছেগুলো করবো জড়সড়।
অসহায়ের মুখে হাসি ফুটিয়ে হাসবো জয়ের হাসি,
পরের উপকার করতে আমি ভীষণ ভালোবাসি।
কোথায় কারা আছে দুবেলা না খেয়ে,
তাদের কাছে দিবো আমি খাবার পৌছিয়ে।
কতো মানুষ কতোভাবে হচ্ছে অত্যাচারের স্বীকার,
এইভাবে তাদের অত্যাচারিত হতে দিবো না আমি আর।
তাইতো আমার বড় হওয়ার ভীষণ তাড়া,
তুলবো ধরায় আলোড়ন ফেলবো সাড়া।
মন্তব্য