কলমে:প্রিয়াংকা নিয়োগী, পুন্ডিবাড়ী,ভারত,>>>
ভালো মন্তব্য পেতে সবারই ভালো লাগে।
ভালো মন্তব্য উৎসাহিত-অনুপ্রাণিত করে ও
মানসিকতার সক্রিয়তা বৃদ্ধিতে সহায়তা করে।
তেমনি খারাপ মন্তব্য মানুষকে অনুৎসাহিত করে,
মানুষের জীবনকে নরকে পৌছে দিতে পারে।
মন্তব্যই প্রমাণ করে দেয় “কে কি ভাবে”,
“কে কি পদক্ষেপ” গ্রহণ করতে পারে!
কখনও সুনাম,কখনও কুনাম,
কখনও মানুষকে মানসিক চাপে রাখে,
কখনও এগিয়ে, আবার কখনও পিছিয়ে ও ভালো কাজে দেয় আটকে।
কখনই সেই মন্তব্যকে ছেড়ে দেওয়া যাবেনা,
যেটা জীবনকে ধ্বংস করে দিতে পারে।
কারো বাক্যে কারো জীবন ভাঙ্গে,
কারো বাক্যে কারো জীবন গড়ে।
সুন্দর মন্তব্যে আরও সুন্দর হওয়ার চেষ্টা করতে হবে,
বদনামের মন্তব্যে প্রমাণ চাইতে হবে,
জীবন বাঁচানোর প্রয়োজনে,
আইনের পথ অনুসরণ করতে হবে,
উপযুক্ত প্রমাণ চাইতে হবে।
মন্তব্য করতে হয় ভাবনা চিন্তা করে,
প্রমাণ চাইলে যেন হাজির হওয়া যায় উপযুক্ত প্রমাণে।
প্রতিবাদের ভাষায় যেন যুক্তি থাকে,
অহেতুক যুক্তিহীন,বেফাঁস মন্তব্য যেন না করা হয়ে থাকে।
মন্তব্যের দ্বারা কিছু মানুষ মানুষকে বিধে,
মানসিক অত্যাচার করে।
মন্তব্য দ্বারা এমন প্যাচ করে,
যা জীবনকে ভালো কাজ করার থেকে,
আইনগতভাবে যে কোনো সময় আটকাতে পারে।
কারো উক্তিকে যেন অবহেলা না করি,
সতর্ক থেকে ভালো জীবন গড়ি।
অন্যকেও সুন্দর ও সঠিক মন্তব্য করে,
সুন্দর দিকে ধাবিত করি।











মন্তব্য