কলমে ঃ-নাজিম উদ্দিন >>>
——————————-
বর্ষা রানী কাঁদে কেন
ঝগড়া হয়েছে!
আখি জলে ভেসে গেল
ধরা ডুবেছে।
নদী কুলে বাস করে
মৎস্যজীবীর দল,
ঘরবাড়ি ভরে গেছে
হাঁটু সমান জল।
মাঝি গুলো চলে গেছে
উঁচু জায়গা দেখে,
জীবন নিয়ে সরে গেছে
মালপত্র রেখে।
শিশুগুলো কাঁদে শুধু
খাবার নেই কাছে,
ত্রাণ যদি পায় তারা
এই আশায় আছে।
বর্ষা রানী পায়ে ধরি
ক্ষতি হয়েছে সবার,
ঝগড়াঝাঁটি ভুলে তুমি
শান্ত হও এবার।
##############











মন্তব্য