তুমি কত সুন্দর হে নারী
আমি লুকিয়ে লুকিয়ে তোমার প্রেমে পড়ি,
আমি যখন দেখি তোমার চোখের দৃষ্টি
আমার মন মহনে ঝরে বৃষ্টি,
তোমার লম্বা চুল গুলো বাতাসে যখন মাতোয়ারা
আমি তখনি হয়ে যায় দিশেহারা,
তুমি কত সুন্দর হে নারী
আমি লুকিয়ে লুকিয়ে তোমার প্রেমে পড়ি,
আমি জানিনা তোমার বাড়ি কোন নগরে
শুধু দেখি তোমায় হড়গ্রাম বাজারে,
আমি জানি তুমি এক সন্তানের জননী
তবুও তোমায় নিয়ে আমার ভাবনী,
তুমি কত সুন্দর হে নারী
আমি লুকিয়ে লুকিয়ে তোমার প্রেমে পড়ি,
তুমি বলেছো লিখতে একটা কবিতা
লিখেছি দিয়ে আমার মনটা।
লেখক,
মন্তব্য