কলমে ঃ-নাজিম উদ্দিন >>>
গ্রীষ্ম গেল বর্ষা এলো
ঝরবে বারিধারা,
করে যারা দিনমজুরি
কষ্টে রবে তারা।
রিক্সাওয়ালা দিনমজুর
রইবে ঘরে বসে,
ধার করে চাল ডাল
কিনবে অবশেষে।
প্রতিবেশী আছে যারা
খোঁজখবর নিও,
হতভাগা দরিদ্রদের
সাহায্য করিও।
সামাজিকতা ধর্ম বলো
যাহা তুমি মানো,
গরিবদের কিছু দিলে
সওয়াব হবে যেন।
————————











মন্তব্য