<<<<কুড়িগ্রাম প্রতিনিধি>>>>
কুড়িগ্রামে খলিলগঞ্জ অভিনন্দন কনভেনশন সেন্টারে নানা কর্মসূচির মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
১৪ জুলাই শুক্রবার প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে নবনির্বাচিত কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এর মধ্যে ছিল সকাল ৯টায় প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এর মাজারে দোয়া মুনাজাত, সকাল ১০টায় কুড়িগ্রাম ও নাগেশ্বরী উপজেলার বিভিন্ন হাফিজিয়া মাদরাসায় কুরআন খতম, দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত, এরশাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ এবং আলোচনা সভা।দুপুরে অভিনন্দন কনভেনশন সেন্টারে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত জেলা জাতীয় পাটির আহবায়ক, কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য এ. কে.এম মোস্তাফিজুর রহমান মোস্তাক,বিশেষ অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল আব্দুস সালামের নাম থাকলে বিশেষ কারনে তিনি অনুপস্থিত ছিলেন।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা যুব সংহতির আহবায়ক সফিকুল ইসলাম সফি,সদস্য সচিব জামাল উদ্দিন,সদর উপজেলা যুব সংহতির সভাপতি মমিনুল ইসলাম,,সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মিলন, পৌর যুব সংহতির সভাপতি কবির হোসেন,সাধারন সম্পাদক আব্দুল হক,জেলা শ্রমিক পাটির সাধারন সম্পাদক সফিকুল ইসলাম হূদয়,জেলা জাতীয় পার্টির সদস্য যোবাইদুল হূদা বাবলু, সাহিদুল হক সরকার, মোসলেম উদ্দিন,নাগেশ্বরী যুব সংহতির সভাপতি সফিকুল ইসলাম মানিক,নাগেশ্বরী পৌর জাতীয় পাটির সদস্য সচিব ফজলুল হক ফজলু,জেলা ছাএ সমাজের সভাপতি মেরাজ, উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাডভোকেট হুমায়ুন কবির। আলোচনা সভায় উপজেলা পর্যায়ের হাজারো নেতা-কর্মী কুড়িগ্রামের উন্নয়ন কাজ অব্যাহত রাখতে জেলার ৪টি আসনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন দেয়ার জোরালো দাবি জানান।আলোচনা সভা অনুষ্ঠানে কুড়িগ্রাম-১ আসনের এমপি এ. কে. এম. মোস্তাফিজুর রহমান মোস্তাক নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন-প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ আমাকে জাতীয় পার্টির লাঙ্গল হাতে তুলে দিয়ে আমি চার বার নির্বাচিত সংসদ সদস্য। কুড়িগ্রাম জেলা জাতীয় পাটির নেতা কর্মীদের এক্যবদ্ধ সৃষ্টি করে সামনে এগিয়ে যেতে হবে।বিভিন্ন উপজেলা পর্যায় এবং জেলা পর্যায়ের নেতাকর্মীরা কুড়িগ্রাম -২ আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা মেজর আব্দুস সালামকে মনোনয়ন দেয়ার জোর দাবি জানায়।উক্ত কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মেজর আব্দুস সালাম ভিডিও কলে দলীয় নেতা কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।











মন্তব্য