বালিয়াডাঙ্গী উপজেলার প্রতিনিধি >>> ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের হাটপুকুর দুই শতাধিক গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা বুধবার 12 ই জুলাই গভীর রাতে উপজেলাধীন দুওসুও ইউনিয়নের হাটপুকুর গোরস্থান বাড়ির রাস্তা সংলগ্ন রোপনকৃত আকাশমুনি ও মেহেরগনি দুই শতাধিক গাছ রাতের আধারে দুর্বৃত্তরা কর্তন করে দূওসুও ইউনিয়নের কাজিবস্তী কাদশুকা গ্রামের বাসিন্দা মোকাররম হোসেন ও মুতাল্লেব রানা মিলে গাছগুলো লাগিয়েছিল বৃহস্পতিবার 13ই জুলাই রোপনকৃত গাছের মালিক মোকারম হোসেন ও মুতাল্লেব রানা বলেন কি কারনে দুর্বৃত্তরা এই গাছগুলো কেটেছে আমরা জানি না এই গাছগুলোকে আমরা ছোট বাচ্চা মত করে মানুষ করেছি এই গাছগুলো কাটা উচিত হয়নি যারা গাছগুলো কেটেছে আমরা তাদের বিচার চাই।











মন্তব্য