বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
মহানগর,রংপুর।
বঙ্গবন্ধু বাংলার প্রান
ছিলো মমতা মিশিয়ে বন্ধু
এই কথাটি পরম সত্য
নেই তাতে কোন ভুল।
যার ডাকে সাড়ে সাত কোটি
বাঙালি জাতি সকল মানুষ
একজোট হয়ে করলেন যুদ্ধ
ছিনিয়ে আনলেন স্বাধীনতা।
দেশের বিভিন্ন পেশার মানুষ
জীবন দিলো দেশের তরে
রক্ত ঝরানো তিক্ত অভিজ্ঞতা
অর্জিত লাল সবুজের পতাকা।
নয় মাস জেল খেটে আসলেন
প্রথম রাষ্ট্রপতি হলেন বঙ্গবন্ধু
দেশে ফিরে গড়লেন ইতিহাস
আমার সোনার বাংলাদেশের ।
তাঁর বিরুদ্ধে কুচক্র দল
ষড়যন্ত্র করে চারিপাশে
হত্যা করলো গোপন ভাবে
কেউ বুঝতে পারেনি তাতে।
সোনার বাংলায় সোনার মানুষ
মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে
অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলি
বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।
মন্তব্য