নিজস্ব প্রতিবেদক>>>
নগরীর রেয়াজুদ্দিন বাজারে দিনেদুপুরে মারধরের নাটক সাজিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রয়েল টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই কর্মচারী আহত হয়েছেন। আহতরা হলেন মোহাম্মদ মোরশেদ ও ত্রিদীপ বড়ুয়া। তারা রেয়াজুদ্দিন বাজারের রিদওয়ান কমপ্লেক্সের নূর এন্টারপ্রাইজের কর্মচারী।কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে আজাদীকে বলেন, টাকা নিয়ে দোকান থেকে বের হওয়ার পর থেকেই কর্মচারীদের অনুসরণ করছিল ছিনতাইকারীরা। হোটেল সফিনার সামনে দিয়ে তাদের আসতে দেখে তারা নিজেদের মধ্যে মারামারির নাটক সাজিয়ে জটলা পাকায়। কৌশলে সেই জটলার ভেতরে দুই কর্মচারীকে ঢুকিয়ে মারধর করে টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায়। তিনি বলেন, পুলিশের একাধিক টিম কাজ করছে। শিগগিরই অপরাধীরা ধরা পড়বে।
মন্তব্য